কলকাতা ব্যুরো: হিমাচলপ্রদেশের কিন্নৌর জেলায় প্রবল ধসে মৃত্যু হলো ১০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত দুর্ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নীচে এখনও ২৫ থেকে ৩০ জন আটকে রয়েছেন। আইটিবিপি-এর প্রায় ২০০ জনের দল উদ্ধারকাজ চালাচ্ছে ৷ সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, এদিন বহু গাড়ি ধসের নিচে চাপা পড়েছে ৷ হিমাচল সড়ক পরিবহণ নিগমের একটি বাসও তার মধ্যে রয়েছে, যেখানে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন ৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ ৷

প্রসঙ্গত, বুধবার বেলা পৌনে একটা নাগাদ কিন্নৌরের রেকং পেয়ো-সিমলা হাইওয়েতে বিরাট ধস নামে ৷ ধসের নিচে একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি গাড়ি আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এদিকে প্রায় ৪০ জন যাত্রীকে নিয়ে হিমাচল সড়ক পরিবহণ নিগমের বাসটি সিমলার অভিমুখে যাচ্ছিল বলে খবর ৷ উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রসঙ্গত, গত দু সপ্তাহ ধরে হিমাচলপ্রদেশের বিভিন্ন অংশে নাগাড়ে বৃষ্টি চলছে ৷ তার জেরে রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে৷ গত মাসে কিন্নৌরেই ধসে বিরাট বোল্ডার ধেয়ে এসে কয়েকটি গাড়িতে ধাক্কা মারে ৷ মৃত্যু হয় ৯ জন পর্যটকের৷ ধসে ভেঙে যায় একটু সেতুও ৷ পাহাড়ের ঢাল বেয়ে বোল্ডার নেমে আসার ভয়ংকর ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷

Share.
Leave A Reply

Exit mobile version