কলকাতা ব্যুরো: ফের ধস মণিপুরে। এবার ধসের কবলে পড়ল টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। নামানো হয়েছে ভারতীয় সেনা বাহিনী ও আসম রাইফেলের জওয়ানদের। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধার করা হয়েছে ১৩ জন সেনা বহিনীর কর্মীকে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩০ থেকতে ৪০ জন ধসে আটকে রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ব্যাপক ধস শুরু হয়। সেখানেই কর্মরত ছিল ভারতীয় সেনা বাহিনীর ১০৭ নম্নর ব্যাটেলিয়নের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের কারণে আটকে যায় বেশ কয়েকজন। কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও আটকে রয়েছে অনেকে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
তবে উদ্ধারকাজ চলাকালীন নতুন করে ধস নামে। সেনা বাহিনীর এক কর্মকর্তার মতে, আবহাওয়াও খারাপ হওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া ঠিক হলে ফের উদ্ধারকাজ শুরু হবে বলে জানান তিনি। ঘটনাস্থলে রয়েছে ভারতীয় সেনা বাহিনীর হেলিকপ্টার।
ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লেখেন, মণিপুরের টুপুল রেলস্টেশনের কাছে ধসের ব্যাপারে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। আরও দুটি দল ঘটনাস্থলে যাচ্ছে।
স্থানীয়দের মতে, বেশ কয়েকদিন ধরে মণিপুরে ভারী বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দফতরের তরফে আগেই সতর্ক করা হয়েছিল। এই সময় ধসের প্রবণতা অনেকটাই বেশি থাকে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই পথ দিয়ে যানবাহন চলাচল।