অয়ন ঘোষ, কলকাতা ব্যুরো :
ভোটবাজারে নন্দীগ্রাম এখন নেমেছে ধর্মযুদ্ধে।
বিগত কয়েকদিনের রাজনৈতিক তর্ক বিতর্কের দিকে যদি আলোকপাত করা যায়, তাহলে দেখা যাবে “খেলা হবে” স্লোগানের পিছনে ধর্মযুদ্ধ এক বিরাট আকার ধারণ করেছে। এবং এটাই আশংকা, ১ এপ্রিলে দ্বিতীয় দফার ভোটে বাংলার বর্তমান রাজনৈতিক ভরকেন্দ্র নন্দীগ্রামে ভোটের পরিবর্তে ধর্ম নিয়ে টানাটানি খুব বেশী মাত্রায় হবে।
বিগত কয়েকদিন ধরেই ধর্ম নিয়ে রাজনৈতিক তর্কাতর্কি এই ভোটের বাজারে লেগেই রয়েছে। এবং এই নিয়ে বিজেপি কোন অংশেই তৃণমূল কংগ্রেসকে কটুক্তি করতে ছাড়েনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে চন্ডী পাঠ করলেন তার উত্তরে শুভেন্দু অধিকারী বললেন মমতা আসলে হিন্দুই নন। মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গার আরাধনার কথা বললেন, উত্তরে বিজেপির উক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর্গা পূজার বিসর্জনের সঠিকভাবে পারমিশন দেন না। মুখ্যমন্ত্রী যেদিন নন্দীগ্রামে প্রায় ২৫ টি মন্দির ঘুরে দেখলেন, তখন বিজেপি সেই নিয়েও বিরূপ মন্তব্য করে। তিনি যখন বললেন, তিনি একজন ব্রাহ্মণ এবং বাড়ি থেকে বেরোনোর আগে তিনি দেবী চণ্ডী কে প্রণাম না করে বেরন না, তখন বিজেপি বলল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম নবমীর শোভাযাত্রা ও বেরোনোর পারমিশন দেন নি। বিজেপি এও বলে যে মুখ্যমন্ত্রী তো জয় শ্রীরাম কথাটাই সহ্য করতে পারেন না।
এই তীব্র বাকদ্বন্দ্বের মধ্যে দিয়ে এটাই আশঙ্কা করা যাচ্ছে, যে পয়লা এপ্রিল নন্দীগ্রামের ভোটাররা হয়তো হিন্দু এবং মুসলমান এই দুই ভাগে ভাগ হয়ে যাবেন। ভোটের একদিন আগে থেকেই নিজের সমস্ত রকম কাজকর্ম স্থগিত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম এই রয়ে গিয়েছেন। তার জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা গোটা নন্দীগ্রামকে ঘিরে ধরেছে। এলাকার সীমানা সিল করে দেয়া হয়েছে, প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছে, এমনকি ভোট তদারকির জন্য দুজন স্পেশাল অফিসারকেও নিয়োগ করা হয়েছে।
রাজনৈতিক মহলে এটাই অনুমান করা হচ্ছে যে নন্দীগ্রামের ৩০ শতাংশ মুসলমান একজন হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট দেবে। কিন্তু বাকি ৭০ শতাংশ হিন্দু ভোটারদের কি হবে? তারা সকলেই কি বিজেপির পক্ষে সুর মেলাবে নাকি তার মধ্য থেকে কিছু হিন্দু ভোট চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
একাধিক প্রশ্নের মধ্যে দিয়েই আগামী ১ এপ্রিল হতে চলেছে বাংলার সবথেকে হেভিওয়েট দ্বিতীয় দফার ভোট যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য বিজেপিতে যোগদান করা অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারী মুখোমুখি হবেন নন্দীগ্রামে।