এক নজরে

লাল গড়ের জঙ্গলে মৃত হাতি

By admin

September 14, 2020

কলকাতা ব্যুরো: লালগড়ে ঝিটকার জঙ্গলে সোমবার সকালে একটি পূর্ণ বয়স্ক মর্দা হাতির দেহ উদ্ধার হয়েছে। রাজ্যের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন বিনোদকুমার যাদব জানিয়েছেন, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে বোঝা যায়নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে ময়না তদন্তের পর কারণটি স্পষ্ট হবে। গত কয়েক মাসে উত্তরবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকটি হাতির মৃত্যু হলেও দক্ষিণবঙ্গে এবছর এরকম ঘটনা এই প্রথম।

সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে হাতি, বাইসন সহ জীবজন্তুদের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে হাইকোর্ট। মূলত ডুয়ার্সের জঙ্গল গুলিতে হাতি বাইসন সহ অন্যান্য জীব জন্তুর বিদ্যুৎপৃষ্ট হয়ে বা রেল লাইনে কাটা পড়ে মৃত্যু ঘটনা ঠেকাতেই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। ঝিটকার ঘটনার পর এবার সেই মামলায় উত্তরবঙ্গ সঙ্গেই দক্ষিণবঙ্গ জুড়ে যায় কিনা আগামী শুনানিতেই জানা যেতে পারে।