এক নজরে

Kolkata Police: পুজোয় নারী সুরক্ষায় বিশেষ নজর

By admin

October 06, 2021

কলকাতা ব্যুরো: এবারের দুর্গাপুজোয় বিশেষ দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী বা উইনার্স টিমকে। লালবাজার সূত্রে খবর, পুজোয় রাস্তার রোমিয়োদের শায়েস্তা করার জন্য এবার উত্তর থেকে মধ্য হয়ে দক্ষিণ কলকাতায় টহলরত থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম।

ইতিমধ্যেই লালবাজারের তরফে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পঞ্চমীর দিন থেকেই রাস্তায় থাকবে এই প্রমিলা বাহিনী। জানা গিয়েছে, মোট চারটি বিভাগে ভাগ করা হয়েছে এই উইনার্স টিমকে। মূলত নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার জন্যই এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। যেহেতু করোনা বিধিনিষেধ এবং কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাবে না, ফলে সেক্ষেত্রে মণ্ডপের বাইরে এবং রাস্তায়ও ভিড় জমাবেন সাধারণ মানুষ। অনুমান সেখানেই মহিলাদের উদ্দেশ্য করে কটূক্তি বা অশ্লীল কথাবার্তা আসতে পারে।

লালবাজার সূত্রের খবর, মূলত ভিড়ের মধ্যেই ডিউটি করবেন উইনার্স টিমের সদস্যরা। যদি কোনও প্রকারের অশালীন আচরণ বা ওই প্রকারের কোনও ঘটনা তাঁদের নজরে আসে, সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে উইনার্স টিমের সদস্যরা। প্রয়োজনে স্থানীয় থানার সাহায্যও নিতে পারেন তাঁরা।

প্রসঙ্গত, উইনার্সকে কলকাতা পুলিশের সুরক্ষার এপিটোম বলেও সম্বোধন করা হয়। ২০১৮ সালের ১১ জুলাই এই বাহিনীর পথ চলা শুরু। বহু সময়ই শহরের বিভিন্ন কোণায় ঘটে যাওয়া অপরাধের কোনও খোঁজ পাওয়া যায় না। উইনার্সের কাজ হল মোটরবাইকে চেপে সেই সব অপরাধের সুলুক সন্ধান। সেই জন্যই এই বিশেষ বাহিনীকে গড়ে তোলা হয়।