কলকাতা ব্যুরো: ১১ বছর পর ফের এবার হরিদ্বারে ধুমধাম করে মহাকুম্ভ মেলার প্রস্তুতি শুরু হয়েছে। দেশে নতুন করে করোনা বেশকিছু রাজ্যে হানা দেওয়ায় আবার সংশয় বেড়েছে বিশেষজ্ঞদের। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন আদালত পর্যন্ত নতুন করে বড় জমায়েতের অনুমোদন দিচ্ছে না। যদিও এই অবস্থাতেও কুম্ভ মেলা থেকে পিছিয়ে আসার কোনো লক্ষণ নেই হরিদ্বারের মেলা কর্তৃপক্ষের।
শেষবার সেখানে ১১ কোটি ৬০ লাখের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। কিন্তু এবার করোনা আবহে এত মানুষ হাজির হলে নতুন করে করোনা মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞরা। ১১ জানুয়ারি থেকে শুরু হবে কুম্ভ মেলা। ওই একই দিনে এরাজ্যেও সাগর মেলা শুরুর প্রস্তুতি শুরু হয়েছে।কি করে এত মানুষের জমায়েতে করোনা আবহে সোশ্যাল ডিসটেন্স রাখা যাবে, তা নিয়ে যথেষ্টই চিন্তিত প্রশাসন।
যদিও মেলার উদ্যোক্তারা চাইছেন, এবার আবার বড় আকারে কুম্ভ মেলার আয়োজন করতে। যদিও শেষ পর্যন্ত আইনি কোনো জটে কুম্ভ মেলা এবার আটকাবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বহু সচেতন নাগরিক।