এক নজরে

করোনা আক্রান্ত কুমার শানু

By admin

October 16, 2020

কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লে ব্যাক সিঙ্গার কুমার শানু। ২০ অক্টোবর স্ত্রী এবং দুই মেয়েকে সঙ্গে জন্মদিন উদযাপন করতে লস এঞ্জেলেস যাওয়ার পরিকল্পনা ছিলো তাঁর। কিন্তু কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়। সুস্থ থাকলে হয়তো নভেম্বরে আমেরিকা যেতে পারেন তিনি। তাঁর করোনার খবর জানানো হয়েছে ফেসবুক পেজেই।

মুম্বাই করপোরেশনের তরফে স্বাস্থ্য সুরক্ষার কারণে আপাতত শানুর মুম্বাইয়ের বাড়িটি সিল করা হয়েছে। নেওয়া হয়েছে আরো কিছু ব্যবস্থা।