কলকাতা ব্যুরো: পুলিশ, প্রশাসন সর্বোপরি রাজনৈতিক নেতাদের উপর আস্থা হারিয়ে অবশেষে রাস্তা অবরোধে বাধ্য হলেন এলাকাবাসী l ঘটনাটি কুলটি থানার কধভিটা মোড় এলাকার l এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় ইমপেক্স পাওয়ার প্লান্টের দূষণে এলাকায় প্রতিনিয়ত দূষণ বাড়ছে l বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্বেও প্রশাসন নীরব l
স্থানীয় নিরাময় মল্লিক, রামু মারান্ডি, পিন্টু সাউ ও বাপি সেন বলেন – প্লান্টের দূষিত ছাই ও ধোঁয়া এলাকার পরিবেশকে দূষিত করছে l বারবার অভিযোগ করা সত্বেও পুলিশ, দূষণ প্রতিরোধ দফতর ও স্থানীয় রাজনৈতিক নেতারা কোন এক অজ্ঞাত কারণে এ ব্যাপারে নীরব থাকেন লাগছে আমরা এর প্রতিকার চাই l

বড় বড় কয়লার চাং ফেলে ঘন্টা তিনেক অবরোধ চলার পর, পুলিশ প্লান্টের কর্তৃপক্ষের সাথে এলাকাবাসীর সরাসরি আলোচনায় বাসার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় l