কলকাতা ব্যুরো: শনিবারই কেটেছে বড়দিন। তবে এখনও উৎসবের মরশুম শেষ হয়নি। শীতের মিঠে রোদ গায়ে মেখে বছরের শেষ কটাদিন একটু অন্যরকমভাবে কাটানোর পরিকল্পনা করেছেন অনেকেই। কিন্তু ডিসেম্বরের শেষে জাঁকিয়ে শীতের আমেজ কই? বড়দিনের পরদিনও কার্যত উধাও শীত। বর্ষশেষে তাপমাত্রার কমার কোনও সম্ভাবনা নেই বলেই দাবি আবহাওয়া দপ্তরের।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ। বছরের শেষ রবিবার সকালে কলকাতায় হালকা কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হয়েছে। বর্ষশেষে দার্জিলিংয়ে ভিড় বেড়েছে পর্যটকদের। তাই বৃষ্টি হওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন তাঁরা। দার্জিলিংয়ের সান্দাকফু, চটকপুরে তুষারপাতও হয়।

তবে বর্ষশেষে কি জাঁকিয়ে শীতের দেখা মিলবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এ বিষয়ে যদিও শীতবিলাসীদের সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস। কারণ, হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝায় বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। তার ফলে সোমবার থেকে দু-এক ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। তাই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বলেই মত আবহাওয়াবিদদের।

Share.
Leave A Reply

Exit mobile version