এক নজরে

“ওয়ার্ক ফ্রম পড”

By admin

August 05, 2021

কলকাতা ব্যুরো: বাড়িতে থেকে কাজ করে কি ক্লান্ত? দীর্ঘদিন করোনা মহামারির জেরে অফিস কাছারির দরজা বন্ধ হলেও কাজ কিন্তু থেমে থাকেনি। “ওয়ার্ক ফ্রম হোম”-এই ভরসা রেখেছিল বেসরকারি সংস্থাগুলি। একেই বাড়ি থেকে বেরনোর উপায় নেই, তারওপর অফিসের রাস্তাও বন্ধ। সারাদিন ঘরে বসে বসে কারই বা ভালো লাগে? অন্যদিকে আবার বাড়ির সদস্যদের হইহট্টগোলের জেরে অফিসের কাজ পণ্ড হওয়ার দুশ্চিন্তা। তবে যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের জন্য সুখবর। খবরটি জানলে আপনি যেমন আনন্দিত হবেন তেমনই উৎসাহিতও হবেন। খোদ কলকাতার বুকে গড়ে উঠেছে “ওয়ার্ক পড”। গত দেড় বছর ধরে বাড়িতে বসে অফিসের কাজ করে সবাই যখন ক্লান্ত, বিরক্ত তখন এই ওয়ার্ক পড আপনাকে নিশ্চিন্তে কাজ করার বাড়তি অক্সিজেন দেবে। সেখানে মিলবে নিশ্চিন্তে ৮-৯ ঘন্টা কাজ করার সুযোগ।

কলকাতার নিউটাউনে ব্যাঙের ছাতার মতো এখন গজিয়ে উঠেছে এই ওয়ার্ক পড। নিউটাউনে আগে অফিস বা দোকানের কাজ চলতো যত এমন বা বাড়তি পরে থাকা জায়গাগুলিই এখন কাজে লাগানো হচ্ছে এই কাজে। আপনার ওয়ার্ক ও পার্সোনাল লাইফ ব্যালেন্সের জন্য তৈরি হয়েছে ওয়ার্ক পড। এক কথায় বলতে গেলে এটি ছোট্ট একটি ওয়ার্ক স্টেশন, যেখানে শান্তিতে কাজ করতে পারবেন আপনি। ঘন্টা প্রতি বা দিন প্রতি এই ওয়ার্ক পড ভাড়া নেওয়া যাবে। নিউটাউনের ওয়ার্ক পডগুলি খুলে যাচ্ছে আগামী ১৩ই আগস্ট থেকে। দেড় ঘণ্টা আপনি যদি ওয়ার্ক পডে থাকেন তাহলে ভাড়া গুণতে হবে মাত্র ৩০ টাকা। আগে আসলে, আগে পাওয়া যাবে- আপাতত এই সিস্টেমেই চালু হয়ে যাচ্ছে ওয়ার্ক পডগুলি। পরে অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

তবে শুধু কাজ করলেই চলবে? ক্ষিদে পেলে কি করবেন? নাহ বাড়ি থেকে কিছু সঙ্গে করে নিয়ে আসার কোণও প্রয়োজন নেই। এখানেই আপনার রসনাতৃপ্তির জন্য মিলবে খাবার, কফি, পানীয় জল সবই। তবে খাবার ও কফির জন্য আলাদা টাকা দিতে হবে। আপনি কাজের ফাঁকে মুড চেঞ্জ করতে চাইলে চুমুক দিন কফির পেয়ালায়, আবার একটা ছোট্ট ব্রেক নিয়ে শুরু করে দিন কাজ।

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন ওয়ার্ক ফ্রম হোমই এখন বেশিরভাগ বেসরকারি সংস্থার ভবিষ্যত। সেকথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। বাড়িতে বসে অফিসের কাজ করা সত্যিই বেশ কঠিন। সেই সমস্যার সমাধান করবে ওয়ার্ক পড। শহরের মধ্যেই এই ওয়ার্ক পড তৈরি হওয়ায় বহু বেসরকারি কর্মীর সুবিধা হবে।