এক নজরে

সপ্তাহের শেষ থেকেই ঠান্ডা মালুম পাবে বাংলা

By admin

November 17, 2020

কলকাতা ব্যুরো: কাশ্মীর, হিমাচল থেকে উত্তরাখণ্ড, সিকিম বরফের চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতি। সঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আগামী দুদিন পরেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে। ফলে বাড়বে উত্তরে হাওয়ার দাপট। আর এর জেরেই পশ্চিমবাংলার সঙ্গেই গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রবল ঠান্ডা হানা দিতে চলেছে। এবার প্রবল ঠান্ডা জাঁকিয়ে পড়বে এ রাজ্যে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সপ্তাহের শেষ থেকেই ঠান্ডা মালুম পাবে রাজ্য। দুর্গা পুজোর পর মাঝে কয়েকদিন ১৮ ডিগ্রির নিচে নেমে ছিল রাতের তাপমাত্রা। কিন্তু আবার তার বেড়েছে। ফলে শহরাঞ্চলে এখনো বহু জায়গায় ফ্যান চালিয়েই ঘুমোচ্ছেন নাগরিক। কিন্তু সপ্তাহের শেষে অনেকটাই বদলে যেতে পারে এই ছবি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা দ্রুত নামবে বেশকিছু জেলায়। এমনিতেই বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপমাত্রা ৫ – ৬ ডিগ্রিতে নেমে যায়। এবার সেই তাপমাত্রা আরও নামবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হয়ে গেলে তাপমাত্রা শহরেও আরো নেমে যাবে। ফলে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে ধরে নিয়ে এখন থেকেই শীতের প্রস্তুতি নিতে পারেন নাগরিকরা।

গত সাত-আট মাস ধরে প্রথমে লকডাউনে জনজীবন ছিল একেবারে স্তব্ধ। তারপরে আনলক শুরু হলেও জীবন এখনো স্বাভাবিক হয়নি দেশে। এর ফলে সবচেয়ে উপকার হয়েছে পরিবেশের ক্ষেত্রে। দূষণ অনেকটাই কমেছে। দিল্লির মত ব্যতিক্রমী কিছু শহর বাদ দিলে মোটের উপর প্রকৃতির পরিবেশের দূষণ অনেকটাই বিপদের নিচে রয়েছে। আর এরফলেই এবার সারাদেশেই ঠান্ডা অন্যান্যবারের তুলনায় বেশি হওয়ার পক্ষে যুক্তি দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।