কলকাতা ব্যুরো: শহরে আরো নামল পারদ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে দুদিন ভরপুর শীতের আমেজের পরেই রবিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহের শুরুতে দু-তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে।
উত্তরবঙ্গে আজও কুয়াশার দাপট। কিছু এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামবে। কাল থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে শনিবার পারদ বেশ কিছুটা নামতে পারে। আজ সকালেও হালকা থেকে মাঝারি কুয়াশা বিভিন্ন জেলায়। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। সোমবারে ১৮ ডিগ্রীতে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে।
আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা ছিল। বেলা বাড়তেই পরে পরিষ্কার আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ১৪.৫ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রী সেলসিয়াস বেশি।