এক নজরে

Weather Updates: আজ মরশুমের শীতলতম দিন

By admin

December 14, 2021

কলকাতা ব্যুরো: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীত পড়েছে শহরজুড়ে। মঙ্গলবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বইছে উত্তরে হাওয়াও। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। রাতে আরও কমবে তাপমাত্রা। যদিও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্য জুড়ে বইছে উত্তুরে হাওয়া। শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতার মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রী। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি।

দক্ষিণবঙ্গের বাকি জেলায় আরও নামবে পারদ। ১২ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। বাংলা জুড়েই শীতের আবহাওয়া। পরিষ্কার আকাশ ও উত্তরে হাওয়ার প্রভাবে শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন। আগামী ২৪ ঘণ্টায় সামান্য নামতে পারে তাপমাত্রা। তারপর তিন থেকে চারদিন একই পরিস্থিতি থাকবে রাজ্যে।

সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এই ঝঞ্ঝা পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়ার পর আরও ঠান্ডা হাওয়া আসবে রাজ্যে। জাঁকিয়ে শীতে জবুথবু পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যজুড়ে। কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে।