এক নজরে

Weather Forecast: জগদ্ধাত্রী পুজোর নবমীতে বৃষ্টির সম্ভাবনা

By admin

November 12, 2021

কলকাতা ব্যুরো: শীতের আমেজ থমকে কিছুটা গরম ফিরে এসেছে কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে। শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

এদিকে বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। শুক্রবার তা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৩ ডিগ্রির মধ্যে থাকবে। শনিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার থেকে আগামী ৪ দিন দক্ষিণবঙ্গে বজ্রপাত-সহ এক-দু’পশলা বৃষ্টি হতে পারে। আবহওয়া অফিসের তরফে আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বৃহস্পতিবার তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি হয়েছে ৷ এখন শক্তি হারিয়ে নিম্নচাপটি তামলিনাড়ুর উত্তর উপকূল অঞ্চলে অবস্থান করছে। তবে এর ফলে শুক্র ও শনিবার সিকিম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার গাঙ্গেয় উপকূলে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৩ নভেম্বরের মধ্যে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হবে দক্ষিণ আন্দামান সাগরে। এরও প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূল ভাগে।

উত্তরবঙ্গে শীতের আমেজ থাকলেও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হবে। সপ্তাহের শেষ দু’টো দিন বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। শীতের তড়িঘড়ি আগমনী নিয়ে যাঁরা উৎসাহিত হয়ে উঠেছিলেন, তাঁরা এই আবহাওয়া পরিবর্তনে আশাহত হতে পারেন কিন্তু হাওয়া অফিস আশ্বাস দিয়েছে এই পরিবর্তন সাময়িক। শীত তার চেনা রূপে দেখা দেবে খুব তাড়াতাড়ি।