এক নজরে

#WeatherUpdates: অবশেষে দক্ষিণবঙ্গে এলো বর্ষা

By admin

June 18, 2022

কলকাতা ব্যুরো: দীর্ঘ সময়ের অপেক্ষা। অবশেষে দক্ষিণবঙ্গে এলো বর্ষা। তবে দুর্বল মৌসুমী বায়ু। উত্তরবঙ্গ বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তা আসল প্রায় ১৫ দিন পর। গত ৩ জুন বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। নির্ধারিত সময়ের প্রায় তার-চারদিন আগেই আগাম বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের নির্ধারিত সূচি ১১ জুন কলকাতায়। সেখানেই লেট মনসুন।

প্রায় ছয়-সাত দিন পর এল বর্ষা। শুক্রবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। তবে দুর্বল মৌসুমী বায়ু হওয়ার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই কম থাকবে। তবে আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ-সহ কলকাতায়।

অন্যদিকে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে আরও দু-তিন দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে।

হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে ল্যান্ড স্লাইড থেকে নদীর জল স্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।