%%sitename%%

এক নজরে

Water Logging Kolkata: উত্তর থেকে দক্ষিন জলমগ্ন তিলোত্তমা

By admin

September 20, 2021

কলকাতা ব্যুরো: পূর্বাভাস আগেই ছিল ৷ সেইমতো রবিবার থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ সোমবার বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এই দুর্যোগ অন্তত দুইদিন চলবে বলে পূর্বাভাস রয়েছে ৷ আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। তবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। সেটা রাজ্যের উপর অবস্থান করলে মঙ্গলবারের পরও রাজ্যে জারি থাকবে বৃষ্টির দাপট।  

অন্যদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এদিকে, রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাদিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতার পার্ক স্ট্রিট এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যার জেরে ধীর গতিতে চলেছে যানবাহন। একই অবস্থা পার্ক সার্কাস সেভেন পয়েন্টে। পাশাপাশি সাউথ ইস্ট ট্রাফিক গার্ড ও জিসান মোড়ও জলমগ্ন হয়ে পড়েছে। সপ্তাহের প্রথম দিনেই নাজেহাল সাধারণ মানুষ।

পাশাপাশি টানা বৃষ্টিতে শুধু জল জমাই নয় এদিন টালিগঞ্জ মোড়ে গাছ পড়ে আটকে যায় রাস্তা।

তবে সোমবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। নিম্নচাপ ও মৌসুমীর অক্ষরেখার সাঁড়াশি আক্রমণের জেরেই এই বৃষ্টিপাত হবে।

এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত হয়েছে। এই ঘূর্ণাবর্ত ওড়িশা উপকূল ও পশ্চিমবঙ্গে উপকূল ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি রয়েছে। সেই সঙ্গেই ঝাড়গ্রাম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ৷ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৯% ।