কলকাতা ব্যুরো: আজ ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ধর্মতলামুখী। রেকর্ড ভিড়ের আশা দলীয় নেতৃত্বের। ভিড় সামাল দিতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ পুলিশের। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণও (Kolkata Traffic) করা হয়েছে।
একনজরে দেখে যাক নিরাপত্তায় কী কী ব্যবস্থা নিয়েছে পুলিশ?
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রাস্তা বন্ধ:
কোন কোন রাস্তায় একমুখী চলছে গাড়ি (ভোর চারটে থেকে রাত ন’টা পর্যন্ত):