এক নজরে

চা খেতে এসে মাতাল আগুন দিলো দোকানির গায়ে

By admin

August 28, 2020

কলকাতা ব্যুরো: চা খেতে আসা মাতালদের নৃশংসতার সাক্ষী হলো কলকাতা। প্রশ্ন করে ‘মন পসন্দ’ উত্তর না পেয়ে তেল ঢেলে এক চা দোকানিকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এক মাতালের বিরুদ্ধে। প্রবল দগ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনোদ যাদব নামে দোকানদারের শারীরিক অবস্থা সংকটজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দুই যুবক গাড়ি নিয়ে হাজির হয় নারকেলডাঙ্গার চায়ের দোকানে। দুজনেই মদ্যপ অবস্থায় বেসামাল কথাবার্তা বলছিল। চা খেয়ে তারা আবার চলে যায়। এর কিছুক্ষণ পরে ওই দুই যুবকের একজন দোকানে ফিরে আসে। তার সেই পূর্ব সঙ্গীর খোঁজ জানতে চায়। কিন্তু চা দোকানদার এমন অদ্ভূত প্রশ্ন করায় বেশি উত্তর না দিয়ে নিজের কাজ করতে থাকেন।

সে সময় রাগে উদ্ধত যুবক রাস্তায় দাঁড় করিয়ে রাখা ট্যাক্সি থেকে তেল বের করে এনে দোকানদারের গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। তারপরেই সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা চা দোকানদারকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।