কলকাতা ব্যুরো: আনন্দপুরের ঘটনার পর বাড়ছে রাতের কলকাতার নিরাপত্তা। কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর যে যে ব্যবস্থাগুলি শক্তিশালী করার ওপর জোর দিয়েছিলেন অনুজ শর্মা, তার অন্যতম ছিলো রাতের শহরের নিরাপত্তা। নিয়মিত ভিত্তিতে চলছিলো সে কাজ। কোভিড পরিস্থিতিতে অন্য কাজে পুলিশ বাহিনীকে অনেকটা ব্যস্ত থাকতে হওয়ার কারণে বেশ খানিকটা শিথিল হয়েছিলো সেই নজরদারি। কিন্তু আনন্দপুরের ঘটনার পর ফের শক্তিশালী করা হচ্ছে সেই ব্যবস্থা।

জানা গিয়েছে, বুধবারই কলকাতার সিপি এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ডিভিশননাল কমিশনার এবং আসিসস্টান্ট কমিশনারদের। জানা গিয়েছে, বাড়ানো হবে নাকা চেকিং। রাস্তায় থাকবে পুলিশের ১০০ টহলদারী ভ্যান। ১০০ ডায়াল, বন্ধু আপ, লালবাজার কন্ট্রোল রুম কিংবা সংশ্লিষ্ট থানায় ফোনে কেউ কোনো অভিযোগ জানালেই তা দ্রুত জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত পুলিশ কর্মীদের। তাদের কাছেও থাকবে জিপিএস ট্র্যাকার আপ সহ মোবাইল।

Share.
Leave A Reply

Exit mobile version