এক নজরে

আজ রাত থেকে শহরে বৃষ্টির পূর্বাভাস

By admin

October 06, 2020

কলকাতা ব্যুরো: মঙ্গলবার রাত ১১ টা থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত কলকাতাসহ আশপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিসের বক্তব্য, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা য় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও এত বৃষ্টি হলেও এখনই গরম কমার কোনো লক্ষণ নেই।

এখন নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও মাঝে মাঝে বৃষ্টি চলবে। এ রাজ্যের সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা এবং ঝাড়খন্ডে।