কলকাতা ব্যুরো: একদিকে পুজোর ভিড় সামাল দেওয়া, আর অন্যদিকে করোনা বিধি মানানোর জন্য আগামী সোমবার থেকেই পুজো উপলক্ষে রাস্তায় নামছে কলকাতা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশে বড় পুজো গুলির সামনে ওই দিন থেকেই পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে লালবাজার। এই কাজের জন্য প্রায় দশ হাজার পুলিশ কর্মী তিনটি শিফটে দায়িত্ব সামলাবেন।

পুজোর ভিড় সামাল দিতে কলকাতা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ এবং ভিড় প্রবণ এলাকায় ৫২ টি ওয়াচ টাওয়ার, ৭৫ টি সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার ব্যবহার করবে। শহরকে ১২ টি সেক্টরে ভাগ করে ১৬ জন ডিসিকে তার ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। ২৫ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড মোতায়েন থাকবে শহরের রাস্তায়। লালবাজারে প্রধান কন্ট্রোল রুমের সঙ্গেই আরো বেশ কয়েকটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে বিভিন্ন এলাকায়।

যদিও কলকাতা পুলিশ থেকে আগেই নাগরিকদের সতর্ক করা হয়েছে ১০ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের এবার বাড়ি থেকে না বের হওয়ার জন্য। শুধু পুজোমণ্ডপে নয়, ভিড় রাস্তাতেও তাদের সমস্যা হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেই গাইডলাইন মেনে এবার ভিড় সামলানোর থেকে কলকাতা পুলিশের একটা বড় চ্যালেঞ্জ সোশ্যাল ডিসটেন্স মানার ব্যাপারে নাগরিকদের বাধ্য করা।

Share.
Leave A Reply

Exit mobile version