এক নজরে

Green Firecrackers: বাজি পরিবেশবান্ধব কি না?

By admin

November 04, 2021

কলকাতা ব্যুরো: এবার বাজির প্যাকেটের গায়ে কিউআর কোড স্ক্যান করে মিলিয়ে নেওয়া হবে বাজিটি আদৌও গ্রিন ক্র্যাকার বা পরিবেশবান্ধব বাজি কি না। এই অভিনব পদ্ধতিকে এবার হাতিয়ার করছে লালবাজার। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার এ ব্যাপারে বলেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেব। চারিদিকে পুলিশ থাকবে। অপ্রিয় ঘটনা এড়াতে বদ্ধপরিকর লালবাজার।

লালবাজার সূত্রে খবর, বেআইনি শব্দবাজি বিক্রির জন্য এখনও পর্যন্ত ১৪ জন গ্রেফতার হয়েছে। পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছেন বাজির প্যাকেটের মোড়কে ‘সিএসআইআর’ ও ‘এনইইআরআই’-র লোগো রয়েছে কি না। ওই লোগোর সঙ্গে থাকছে একটি কিউআর কোড। সেটিই স্ক্যান করছেন তদন্তকারীরা। কালীপুজোয় কোনও অপ্রিয় ঘটনা যাতে না-ঘটে, তার জন্য তৈরি লালবাজার।

রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ভাসানের দিনও। ৫, ৬ ও ৭ তারিখ ভাসান চলবে বলে খবর। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরে মোট সর্বজনীন কালীপুজো হচ্ছে ৩২৬০টি। ফলে দায়িত্ব বেড়েছে লালবাজারের।

বাজি নিয়ে কলকাতা হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। লালবাজার সূত্রে খবর, প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশকর্মী এই নজরদারির দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কি না নজর রাখবেন তাঁরা। প্রয়োজনে খবর দেবেন কন্ট্রোল রুমে।

গড়ফা, যাদবপুর, ভবানীপুর-সহ একাধিক জায়গায় বহুতল থেকেও নজরদারি চালাবে লালবাজার। কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে বলে জানা গিয়েছে। অলি-গলিতে অটোয় করে টহল দেবে পুলিশ। প্রয়োজনে থানার সাইকেলও ব্যবহার করতে পারে তারা।

বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহর জুড়ে। বাজি ফাটানো আটকাতে প্রত্যেক ডিভিশনে থাকছে স্পেশাল ফোর্স। প্রতিমা ভাসানের শোভাযাত্রায় ডিজে সেট, মাইক কিংবা বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। কালীপুজোর দিনে শহরকে নিরাপত্তার চাদরে মুড়তে বদ্ধপরিকর লালবাজার।