%%sitename%%

এক নজরে

Chinese Manja: কলকাতার আকাশে ‘চিনা মাঞ্জা’র দাপট

By admin

September 17, 2021

কলকাতা ব্যুরো: বিশ্বকর্মা পুজোর দিন চিনা মাঞ্জার ব্যবহার রুখতে ড্রোনের মাধ্যমে নজরদারি কলকাতা পুলিশের। চিনা মাঞ্জার সুতোর দাপটে কলকাতার বিভিন্ন উড়ালপুলে হামেশাই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কিছুদিন আগেই ‘মা’ উড়ালপুলে বাইক চালিয়ে যাওয়ার সময় গলায় চিনা মাঞ্জার সুতো লেগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্টও।

প্রথা অনুযায়ী এই বিশ্বকর্মা পুজোর দিনেই সব থেকে বেশি আকাশের দখল নেয় রংবাহারি ঘুড়ি। যার মধ্যে অধিকাংশই থাকে চিনা মাঞ্জার সুতো। তাই এই বিশেষ দিনটিতে শহর কলকাতাকে দুর্ঘটনা মুক্ত রাখতে এবং চিনা মাঞ্জা সুতোর দাপট কমাতে ড্রোনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে নজরদারি চালালো কলকাতা পুলিশ। শুক্রবার দুপুর দুটো নাগাদ পাক সার্কাস সেভেন পয়েন্ট মোড় থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন ড্রোন ওড়ানো হয়। এদিন ড্রোনের মাধ্যমে ‘মা’ উড়ালপুল, এজেসি বোস ফ্লাইওভার, তপসিয়া, তিলজলা, বেনিয়াপুকুর, ট্যাংরা, পার্কসার্কাস-এর বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়।