এক নজরে

#Nupur Sharma : ফের নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

By admin

July 07, 2022

কলকাতা ব্যুরো: বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) ফের নোটিস পাঠাল কলকাতা পুলিশ। তাঁকে এর আগে পূর্ব কলকাতার নারকেলডাঙা থানা ও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ নোটিস পাঠিয়ে তলব করে। তাঁর বিরুদ্ধে এই দু’টি থানা সহ কলকাতার বিভিন্ন থানায় সম্প্রীতি ভাঙার চেষ্টা, হিংসা ছড়ানোর অভিযোগে অন্তত দশটি মামলা দায়ের হয়েছে।

এর আগে দু’টি থানায় তাঁকে ডেকে পাঠানো হলেও তিনি তলব এড়িয়ে যান। মেল পাঠিয়ে পুলিশের কাছে সময় চেয়ে নেন। একটি মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস (Look Out Notice) জারি হয়। ফের নারকেলডাঙা থানার পুলিশ দ্বিতীয়বারের জন্য নূপুর শর্মাকে (Nupur Sharma) তলব করে নোটিস দেয়। থানার তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাঁকে দেখা করতে বলা হয়।

সূত্রের খবর, এবারও তিনি সময় চেয়েছেন। তার ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন। আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আসলে হজরত মহম্মদকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ হয়। রীতিমতো হিংসা ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। যার জেরে বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের (Nupur Sharma) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

পুলিশ সূত্রে খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে মামলা দায়ের হলেও সেভাবে কোনও রাজ্যের পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশই প্রথম নূপুরের (Nupur Sharma) বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল।