কলকাতা ব্যুরো: ট্যাংরার পর ফের বিস্ফোরণ শহরে ৷ বৃহস্পতিবার সাতসকালেই কড়েয়া থানা এলাকায় বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন ৷ তাঁদের ন্যাশানাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৷ পরপর শহরে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ৷ তড়িঘড়ি তদন্তে নেমেছে লালবাজার ৷ এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। তারপরই বোঝা যায় সেটি বিস্ফোরণের শব্দ ৷ খবর দেওয়া হয় কড়েয়া থানায়। পুলিশ যায় এলাকায়। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি বহুতলের নিচে পাঁচিলের একাংশ ভেঙে গিয়েছে। বহুতলের একটি ঘরে ঢুকতে দেখা যায় যে বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের পার্ক সার্কাসের ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
পরে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। খবর দেওয়া হয় ফরেনসিক টিমকেও। ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সেখান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করে নিয়ে যান তাঁরা। তবে সঠিক কী বস্তু ফেটে বিস্ফোরণ হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, আহতদের সঙ্গে কথা বলবে পুলিশ। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷