কলকাতা ব্যুরো: নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করল কলকাতা পুলিশ। নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা অন্তত দু’বার তলব করার পরও তিনি জেরা এড়িয়েছেন। যার জেরে এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করেছিলেন জনৈক ব্যক্তি। তার ভিত্তিতে গত ২০ জুন তাঁকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নুপূর শর্মা নিরাপত্তা ইস্যু তুলে চার সপ্তাহ সময় চান। ই-মেল পাঠিয়ে তিনি জানান, সুরক্ষা নিয়ে চিন্তিত, চার সপ্তাহ সময় দেওয়া হোক। চার সপ্তাহ বাদে ফের সমন পাঠানো হয় তাঁকে। কিন্তু এবারেও তিনি হাজিরা এড়িয়ে যান। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দু’য়েক তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও এড়িয়ে যান তিনি।

আসলে হজরত মহম্মদকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ হয়। রীতিমতো হিংসা ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। যার জেরে বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রের খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে।

নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে মামলা দায়ের হলেও সেভাবে কোনও রাজ্যের পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশই প্রথম নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল। আসলে হজরত মহম্মদকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ হয়। রীতিমতো হিংসা ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। যার জেরে বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

পুলিশ সূত্রের খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে মামলা দায়ের হলেও সেভাবে কোনও রাজ্যের পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশই প্রথম নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল।

Share.

3 Comments

  1. Heya i’m for the first time here. I found this board and I to find It
    truly useful & it helped me out much. I am hoping to present something back and aid others such as you helped
    me.

  2. Pingback: #Nupur Sharma : ফের নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের - Kolkata 361゚

  3. situs depo 5000 on

    Having read this I thought it was extremely informative. I appreciate
    you taking the time and energy to put this content together.
    I once again find myself personally spending way too much time
    both reading and posting comments. But so what, it was still worthwhile!

Leave A Reply

Exit mobile version