এক নজরে

Kolkata Police: পুজোয় কোন পথে যানজট ও ভিড় নিয়ন্ত্রণ?

By admin

October 07, 2021

কলকাতা ব্যুরো: করোনা আবহে এবারও পুজো মণ্ডপে ঢোকা নিষেধ। ফলে রাস্তা থেকেই চলবে প্রতিমা দর্শন। তাই যানজট ও ভিড় নিয়ন্ত্রণকে মাথায় রেখে পুজোর আগেই উচ্চ পর্যায়ের বৈঠক সেরে নিল কলকাতা পুলিশ।

আলিপুর বডিগার্ড লাইন্সে এদিন বৈঠকে যোগ দেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি, ডিসি, এসি পদমর্যাদার অফিসার, সমস্ত থানার আধিকারিক ও গোয়েন্দা বিভাগের অফিসার ছাড়ও ছিলেন ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। পুজোর সময় যানজট ও ভিড় মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নি বৈঠকে আলোচনা হয়। 

এরইমধ্যে এ বছরও, দুর্গা পুজো নিয়ে বেশকিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, গতবারের মতো এবারও দুর্গাপুজো-কালীপুজোয় দর্শকশূন্যই থাকবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ। প্রতিমা দর্শন করতে হবে প্যান্ডেলের বাইরে থেকে। গতবছরের মতো করোনা বিধি মেনেই আয়োজন করতে হবে পুজোর। এই সমস্ত নির্দেশ মেনে পুজো উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে সোমবার কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়াটার্স শুভঙ্কর সিনহা সরকার।

পাশাপাশি নজর থাকবে হোটেল রেস্টুরেন্ট গুলোর দিকে এবং যেহেতু রাতের বেলা বিধি-নিষেধ তুলে দেওয়া রয়েছে পুজোর সময় সেই দিকেও বাড়তি নজর থাকবে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।  

আজ প্রথমা। শহর ও শহরতলির সমস্ত পুজোমণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কারণ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তার কয়েকদিন পরেই দেবীর বোধন। এরইমধ্যে শহর কলকাতায় বড় বড় যে সমস্ত পূজামণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপ একবার করে পরিদর্শন করে নিচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবারই কলকাতার বড় বড় পুজো মণ্ডপ গুলি একবার পর্যবেক্ষণ করেছেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স। সঙ্গে ছিলেন পিডব্ওলুডি ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকরাও।