কলকাতা ব্যুরো: সোমবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। কলকাতার পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যেতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিস। পরীক্ষা চলাকালীন স্কুলের পাশাপাশি এলাকায় ইন্টারনেট পরিষেবা ও ওয়াইফাই ব্যবস্থা বন্ধও রাখা হয়েছে। ঠিকঠাক পরীক্ষা হচ্ছে কি না তা সুনিশ্চিত করতে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন পুলিস কমিশনার বিনীত কুমার গোয়েল।
কলকাতার ৭০ নম্বর ওয়ার্ডের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে পরীক্ষা শুরুর সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, ডিসি সাউথ আকাশ মেঘারিয়া-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে এ দিন উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। পরীক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অসীম বসু।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে আবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে সোমবার জীবনের প্রথম বড় পরীক্ষা দিলেন লাখো ছাত্র-ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পড়ুয়াদের যানজটে যাতে ফাঁসতে না হয় সেজন্য কলকাতা পুলিস ঠিক করেছে, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরে পণ্যবাহী কোনও গাড়ি ঢুকতে পারবে না। কেবলমাত্র পরীক্ষার দিনগুলির জন্য এই নির্দেশ বহাল থাকবে৷ সোমবার থেকে ১৬ মার্চ পর্যন্ত ওই চার ঘণ্টা কোনও পণ্যবাহী গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না৷ ১০ এবং ১৩ মার্চ পরীক্ষা না থাকার কারণে কোনও নিষেধাজ্ঞা থাকছে না৷
তবে সংক্রমণের প্রকোপ কমলেও করোনা বিধি মেনেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে পরীক্ষার্থীদের। তাদের জন্য দূরে দূরে বসার ব্যবস্থা করা হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক। পরীক্ষাকেন্দ্রগুলিতেও মাস্ক বিতরণের ব্যবস্থা রয়েছে।
এবার সারা রাজ্যে প্রায় ১১ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। করোনার কারণে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার্থীদের মান নির্ধারণ করা হয়েছে। পাশের হার প্রায় ১০০ শতাংশের কাছাকাছি ছিল। তা নিয়ে যথেষ্ট বিতর্কও হয়।