কলকাতা ব্যুরো: রাতের শহরে নাকা চেকিংয়ে সাফল্য পেলো পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ বিক্রি করতে এসে হানেনাতে ধরা পড়লো দুই যুবক। তাদের গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। জানা গিয়েছে, এক ধৃতের নাম সেখ সাদ্দাম হোসেন। তাকে জেরা করে করে রাতেই একবালপুর এলাকা থেকে বাবলু আরি নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। দু’জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া গিয়েছে।

ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (বন্দর) জাফার আজমল বলেন, “নাকা চেকিংয়ের সময় প্রথমে শেখ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তাকে থানায় এনে জেরা করে রাতে তল্লাশি চালিয়ে ব্রেসবিজ এলাকা থেকে বাবলু আরি নামে অপর একজনের খোঁজ পায় পুলিশ।

জানা গিয়েছে, তারা এলাকায় আগ্নেয়াস্ত্র সরবরাহের কাজে নিযুক্ত ছিল। কিন্তু কাদের তারা এই আগ্নেয়াস্ত্রগুলি পাঠাত? পাশাপাশি কারাই বা এই আগ্নেয়াস্ত্রগুলি কিনত? এই আগ্নেয়াস্ত্রের চাহিদার উদ্দেশ্যেই বা কী? এসব কিছুই জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version