কলকাতা ব্যুরো: মঙ্গলবার সারাদিন কৃষক আন্দোলনের জেরে পুলিশের পাল্টা লাঠিচার্জ এবং কৃষকদের মারধরের প্রতিবাদে সরব হলো কলকাতা ডান-বাম সব দলই। নিজেদের মতো করে মিছিল করল, বিক্ষোভ চালালো তারা। বামেদের যেমন মিছিল হল শহরে উত্তর থেকে দক্ষিণ। তেমনই কংগ্রেস সভা করলো মধ্য কলকাতায়।
দুপুর থেকেই বিরোধীদের বিজেপি বিরোধী আন্দোলন কৃষক আন্দোলনের পাশে থাকার ডাক দিয়েছে। আগামী বিধানসভা ভোটের আগে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে মরিয়া রাজনৈতিক দলগুলি।

Share.
Leave A Reply

Exit mobile version