এক নজরে

পুজোয় দিনরাত পরিষেবা কলকাতা পুরসভার

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো: কলকাতা শহরের সেই বেসরকারি হাসপাতালে আকর্ষণীয় ক্যাচ লাইনের প্রতিফলন। যেখানে ওই সংস্থা বিজ্ঞাপনে বলছে, তোমার ছুটি আমার নয়।তেমনভাবেই বুধবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, পুজোর দিন গুলিতে সাধারণ মানুষের উৎসবে মা তলেও পুরসভা প্রহরীর মত ২৪ ঘন্টা তাদের পরিষেবায় নিযুক্ত থাকবে।

আর এবার করোনা আবহে তাদের যে দায়িত্ব বেশি তাও মেনে নিয়েই ফিরহাদ হাকিম বলেছেন, পুজোর ক’দিন শহরের প্রতিটি পুর স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। সেগুলিতে নিয়মিত করোনা নমুনা পরীক্ষা চলবে। একই সঙ্গে করোনা আক্রান্ত সহ অন্যান্য রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকবে। স্বাভাবিক থাকবে শববাহী যানও। পরিচ্ছন্ন তার পাশাপাশি পুজোর কয়েকদিন আরো বেশি করে শহরে জীবাণুমুক্ত করার কাজ চলবে।
এদিন ববি হাকিম স্বীকার করেন, রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। তিনি এ প্রসঙ্গে বলেন, লকডাউন উঠে যাওয়ার পর বহু সংখ্যক মানুষ রাস্তায় বের হচ্ছেন শহরে। এর ফলে করোনা সংক্রমনের হার কিছুটা বেড়েছে। পুরসভার পক্ষ থেকে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক বলে লাগাতার প্রচার করা হচ্ছে।