এক নজরে

KMC Election: অশান্তির আবহে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়লো ৩৭.৮৯ শতাংশ

By admin

December 19, 2021

কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১টা পর্যন্ত ভোটদানের হার ৩৮ শতাংশ।

কোন বরোয় কত ভোট পড়লো (দুপুর ১টা পর্যন্ত)

বরো ১—মোট ৯টি ওয়ার্ড —৪০.৮৯বরো ২—মোট ৯টি ওয়ার্ড—৩৯.৯৩বরো ৩—মোট ৯টি ওয়ার্ড—৩৯.৮৭বরো ৪—মোট ১০টি ওয়ার্ড—৩৪.০১বরো ৫—মোট ১১টি ওয়ার্ড—৩১.৭৩বরো ৬—মোট ১০টি ওয়ার্ড—৩৪.০২বরো ৭—মোট ৯টি ওয়ার্ড—৩৯.৯৮বরো ৮—মোট ১১টি ওয়ার্ড—৩০.১৮বরো ৯—মোট ১০টি ওয়ার্ড—৩০.৭৮বরো ১০—মোট ১২টি ওয়ার্ড—৩২.৪২বরো ১১—মোট ৭টি ওয়ার্ড—৩৭.৮৭বরো ১২—মোট ৭টি ওয়ার্ড—৪১.৯৭বরো ১৩—মোট ৭টি ওয়ার্ড—৩৩.১৩বরো ১৪—মোট ৭টি ওয়ার্ড—৩৩.৪৫বরো ১৫—মোট ৯টি ওয়ার্ড—৪৬.১২বরো ১৬—মোট ৭টি ওয়ার্ড—৩৪.৯৮

১৪৪টি ওয়ার্ড নিয়ে তৈরি কলকাতা পুর এলাকায় এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন। ভোট গ্রহণের জন্য মোট ৪৯৫৯ টি বুথের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।