কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১টা পর্যন্ত ভোটদানের হার ৩৮ শতাংশ।
কোন বরোয় কত ভোট পড়লো (দুপুর ১টা পর্যন্ত)
বরো ১—মোট ৯টি ওয়ার্ড —৪০.৮৯
বরো ২—মোট ৯টি ওয়ার্ড—৩৯.৯৩
বরো ৩—মোট ৯টি ওয়ার্ড—৩৯.৮৭
বরো ৪—মোট ১০টি ওয়ার্ড—৩৪.০১
বরো ৫—মোট ১১টি ওয়ার্ড—৩১.৭৩
বরো ৬—মোট ১০টি ওয়ার্ড—৩৪.০২
বরো ৭—মোট ৯টি ওয়ার্ড—৩৯.৯৮
বরো ৮—মোট ১১টি ওয়ার্ড—৩০.১৮
বরো ৯—মোট ১০টি ওয়ার্ড—৩০.৭৮
বরো ১০—মোট ১২টি ওয়ার্ড—৩২.৪২
বরো ১১—মোট ৭টি ওয়ার্ড—৩৭.৮৭
বরো ১২—মোট ৭টি ওয়ার্ড—৪১.৯৭
বরো ১৩—মোট ৭টি ওয়ার্ড—৩৩.১৩
বরো ১৪—মোট ৭টি ওয়ার্ড—৩৩.৪৫
বরো ১৫—মোট ৯টি ওয়ার্ড—৪৬.১২
বরো ১৬—মোট ৭টি ওয়ার্ড—৩৪.৯৮
১৪৪টি ওয়ার্ড নিয়ে তৈরি কলকাতা পুর এলাকায় এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন। ভোট গ্রহণের জন্য মোট ৪৯৫৯ টি বুথের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।