কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ভোট কবে? গত সপ্তাহেই রাজ্যের কাছে জবাব তলব করে এমনটা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন রাজ্যের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হল, সরকার চায় কলকাতা পুরভোট হোক। ভোটার তালিকা প্রকাশের পর দেড় মাস বাদে ভোট করা হোক, সেটাই চাইছে রাজ্য সরকার। জানা গিয়েছে, মার্চ মাসে ভোট করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। আগামিকাল, বুধবার সুপ্রিম কোর্টে এই হলফনামা জমা দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ১৭ ডিসেম্বর এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে।
পুরভোট প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এদিন জানিয়েছেন, রাজ্য সরকার মার্চে ভোট চায়। সংবাদে দেখছি। দলগত ভাবে আমরা তৈরি। আমরা সারাবছর কাজ করি। আমরা প্রস্তুত।
সূত্রের খবর, আগামী জানুয়ারি মাসের শেষভাগে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হবে। রাজ্য চায়, অতিমারি পরিস্থিতির কারণে, তালিকা তৈরির অন্তত ছয় সপ্তাহ পর ভোটাভুটি হোক।
ফিরহাদ হাকিমের নেতৃত্বে চলা প্রশাসক বোর্ড সরানোর জন্য বিজেপি মামলা দায়ের করেছিল। কিন্তু মার্চ মাসে কলকাতায় ভোটে খুব একটা বিজেপির আগ্রহ নেই বলে সূত্রের খবর। তারা চাইছে, সুপ্রিম কোর্ট নতুন প্রশাসক বসাক। তাতে ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূল যে সমান্তরাল প্রশাসন পুরসভাকে কেন্দ্র করে চালাচ্ছে, তা বন্ধ হবে। কিন্তু এখন যদি পুরসভার ভোট হয় কলকাতায়, সে ক্ষেত্রে কতটা তাদের সুবিধা হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিজেপি নেতৃত্বের মধ্যে।
বিজেপি চায়, আগামী বিধানসভায় বিপুল আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পর, পুরসভাগুলির নির্বাচন করতে। বাস্তবে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সে দিকেই এখন তাকিয়ে আছে সব পক্ষ।