এক নজরে

গলিতে মহরমের মিছিল

By admin

August 30, 2020

কলকাতা ব্যুরো: এ বছর মহরমের মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতির কারণেই ওই নির্দেশ।শীর্ষ আদালতের নির্দেশ মেনে বড় রাস্তায় মিছিল না হলেও, রবিবার দেখা গেল কলকাতার গলিতে চলছে সেই মিছিল।