কলকাতা ব্যুরো: দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকেই সাধারণের জন্য চালু হয়েছে কলকাতা মেট্রো। সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে আপাতত মেট্রোয় সওয়ারি হতে হাওয়ায় অনেকেই ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি এখনো। প্রথম দুদিন তাই কলকাতা মেট্রোয় যাত্রীদের ভিড় অনেকটাই কম।
যদিও ক্রমে ক্রমে বাড়তে শুরু করেছে সেই সংখ্যা। এই পরিস্থিতিতে আপাতত দিনে ১ লক্ষ মানুষের কাছে মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের টার্গেট বলে কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে।