এক নজরে

১৪ থেকে ‘ই-টিকিটে’ যাত্রা মেট্রো রেলে

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো: সবকিছু ঠিক থাকলে ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হবে কলকাতায় মেট্রো চলাচল। তবে বেশ কিছু শর্ত মেনেই এবার যাত্রীদের পাতাল প্রবেশ করতে হবে। প্রাথমিকভাবে মেট্রো তরফে জানানো হয়েছে, এখন থেকে মেট্রোরেলে ওঠার জন্য পাশের ব্যবস্থা করা হয়েছে। সেই ই পাস পেতে হবে গুগলের প্লে স্টোরে। সেখানে কলকাতা মেট্রো রেল অ্যাপ ডাউনলোড করার পরেই, সেখান থেকেই যাত্রার চার থেকে ছ ঘণ্টা আগে ওই পাস সংগ্রহ করতে হবে। মেট্রোরেলের গেটে ওই পাস দেখানোর পরেই তারা প্লাটফর্মে ঢোকার অনুমতি পাবেন।

প্রতি ঘন্টায় চার হাজার এমন ই পাস বা টোকেন ইস্যু করা হবে। প্রাথমিকভাবে এখন থেকে ১২ মিনিট পরপর মেট্রো চালানোর ভাবনা চিন্তা করা হয়েছে। প্রতিদিন ১০০ থেকে একশ কুড়িটি রেক চলাচল করবে।

মেট্রো স্টেশন গুলির বাইরে গেটগুলিতে নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে দেওয়া হয়েছে। স্যানিটাই জার ব্যাবহারের জন্য এবং অটোমেটিক থার্মাল স্ক্যানার ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। সকলেরই মাস্ক পড়া বাধ্যতামূলক।