কলকাতা ব্যুরো: স্মার্ট কার্ড, টোকেনের পর এবার স্মার্ট ফোন স্ক্যানার ব্যবহার করে মেট্রোতে সফর করতে পারবেন যাত্রীরা। ফলে আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দরকার হবে না। যাত্রীদের সময় এবং টিকিট কাউন্টারে ভিড় অনেক কমবে বলেই দাবি মেট্রো কর্তাদের। এতে যাত্রীদেরও অনেক সুবিধা হবে।

শুক্রবার ছিল এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এই চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশ নেন। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের জন্য খুব শীঘ্রই এই পরিষেবা শুরু করে দেওয়া হবে। প্রাথমিক পর্বে এই পরিষেবা চালু হবে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে। পরবর্তী সময়ে নর্থ সাউথ মেট্রো রেলের জন্যও এই পরিষেবা চালু করা হবে।

এই পরিষেবা পেতে গেলে কলকাতা মেট্রো রেলের যাত্রীদের নিজেদের মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রথমে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সংযুক্ত করতে হবে নেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে। একই সঙ্গে মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন, ইউপিআই কোড ব্যবহার করেও রিচার্জ করতে পারবেন যাত্রীরা। তারপর ওই নির্দিষ্ট অ্যাপ থেকে কিউআর কোড জেনারেট করতে হবে। সেই কোড মেট্রোর গেটে স্ক্যান করলেই খুলে যাবে মেট্রোর দরজা।

ইতিমধ্যে নর্থ-সাউথ মেট্রো রেলের জন্য এই পরিষেবার পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষের দিকে। সেখানেও খুব তাড়াতাড়ি এই পরিষেবা শুরু করে দেওয়া হবে। তবে আগে শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে। এদিকে, বৃহস্পতিবারই শিয়ালদহ মেট্রো স্টেশন ও লাইন পরিদর্শনে করেন মেট্রোর আধিকারিকদের। সিগনালিং থেকে শুরু করে সিসিটিভি মনিটরিং, এয়ার কন্ডিশন সিস্টেম, বিদ্যুৎ সরবরাহ-সহ সমস্ত কিছু খতিয়ে দেখেন আধিকারিকরা।

Share.
Leave A Reply

Exit mobile version