কলকাতা ব্যুরো: আগে ছিল সকাল দশটা থেকে রাত সাড়ে নটা। নতুন সূচি অনুযায়ী, কলকাতায় মেট্রো চলাচল শুরু হবে সকালে আধঘন্টা আগে। ফলে পুজোর চার দিন সকাল সাড়ে নটা থেকেই মেট্রো পাবেন নাগরিকরা। দম দম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছেড়ে যাবে রাত সাড়ে নটায়। এর ফলে বহু যাত্রীর সুবিধা হবে বলে মনে করছে মেট্রোরেল।

এর আগে পুজোর চারদিন মেট্রোর সময় বাড়ানোর ফলে রেকের সংখ্যা বাড়িয়ে ১৫২ করা হয়েছিল। ফলে আট মিনিট অন্তর সকালে ট্রেন চালানোর কথা। কিন্তু এবার সকালের দিকে আরো আধঘণ্টা আগে ট্রেন ছাড়ার সিদ্ধান্ত হওয়ায়, রেকের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে মেট্রোর তরফ থেকে।

Share.
Leave A Reply

Exit mobile version