এক নজরে

বিধি ভাঙ্গার প্রবণতা দেখলো শহর

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: হাজারো বিধিনিষেধ থাকলেও কিছু মানুষ যে করোনা পরোয়া করেন না তা আবারো প্রমাণ হলো আগস্টের শেষ লকডাউনের দিলে। সোমবার সকাল থেকেই ছিল গরম আর রোদ। ফলে গত বেশ কয়েকটা লকডাউনের বৃষ্টি এখানে বাধা হয়নি।

আর তার ফলেই হইতো শহরের বিভিন্ন প্রান্তে নিয়ম ভেঙে লকডাউনের মধ্যে বেরিয়ে পড়তে দেখা গিয়েছে বহু নাগরিককে। তাদের বহু লোক মাস্ক না নিয়ে বেরিয়ে পড়েছেন, আবার কেউ মজার ছলে লকডাউন দেখতে বেরিয়ে পড়েছেন গাড়ি নিয়ে।

কলকাতা পুলিশের রিপোর্ট বলছে এদিন বেলা দশটার মধ্যেই বিধি ভঙ্গ করায় ৯৪ টি ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নটি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা করা হয়েছে। আবার ওই সময়ের মধ্যেই মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে।

নিয়ম ভাঙ্গার প্রবণতা এদিন সকাল থেকে এতটাই বেশি ছিলো যে বেলা বারোটার মধ্যে ২৫৫ টি ক্ষেত্রে কলকাতা পুলিশকে ব্যবস্থা নিতে হয়। বারোটি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়। ২২৯ জন কে মাস্ক না পারায় জরিমানা করা হয়। আর বারোটা পর্যন্ত ১৬ জনকে জরিমানা করা হয় প্রকাশ্যে থু থু ফেলার জন্য।মাসের শেষ দিনে যেভাবে বিধি ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছে তাতে সেপ্টেম্বরের তিন দিন লকডাউন এ পুলিশ আরো কঠোর না হলে এই লকডাউন করার উদ্দেশ্যে ব্যর্থ হবে বলে মনে করছেন নাগরিকদের একাংশ।