এক নজরে

আজ নাইট রাইডার্স এর বিরুদ্ধে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স, শুভেচ্ছাবার্তা মমতার

By admin

September 23, 2020

কলকাতা ব্যুরো : আইপিএল-এ বুধবার রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন দীনেশ কার্তিক। ২০১৩ সালের পর থেকে একটাও উদ্বোধনী ম্যাচ জিততে পারেনি মুম্বাই। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। প্রথম ম্যাচেই চেন্নাই এর কাছে হেরেছে মুম্বাই। তবে আজ জিতলে প্রথম পয়েন্ট ঘরে তুলবে মুম্বাই।

তবে জেতা একটু হলেও শক্ত মুম্বাই এর কাছে। আর সেটা অবশ্যই আন্দ্রে রাসেল এর জন্য। আন্দ্রে রাসেল অসাধারণ ফর্মে আছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স অসাধারণ। তরুণ শুভমন গিল এবং অধিনায়ক দীনেশ কার্তিক তাকে ভালো সঙ্গে দেবে বলেই আশা ক্রিকেট মহলের। সব মিলিয়ে রাত ৭.৩০ থেকে আজ ক্রিকেট এর জমজমাট লড়াই আবুধাবিতে।

এদিকে কলকাতা মুম্বাইয়ের মুখোমুখি হওয়ার আগে বুধবার সকালে টুইট করে কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।