কলকাতা ব্যুরো: ২৬তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তবে এই বছরের কলকাতা চলচ্চিত্র উৎসব যে প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কে ঘিরে হবে তা বলার অপেক্ষা রাখে না। আপামর বাঙালির মননে শুধুই “সৌমিত্র” । কলকাতা চলচ্চিত্র উৎসব আয়োজক একথা মাথায় রেখে সমস্ত পরিকল্পনা করে চলেছে। উদ্বোধনী চলচ্চিত্র যে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র হবে তার একপ্রকার নিশ্চিত। বেশ কয়েকটি তাঁর অভিনীত চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে, তবে পাল্লা ভারী “অপুর সংসার” -এর দিকেই।