কলকাতা ব্যুরো: স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শীতকালে ঠিক যেন বর্ষার অনুভূতি। মিঠে রোদের আমেজ সরিয়ে ভিজে ঠান্ডার অস্বস্তি। মাঘের বৃষ্টিতে নাজেহাল বাংলা। ফের শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা৷ বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এই ঝঞ্ঝার কারণেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।
হিমালয় পাদদেশের অঞ্চলগুলোতে আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে। ঘনকুয়াশার দাপটে কমবে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। সোমবার রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কুয়াশাছন্ন ভোর হলেও দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।