কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ২৬ নভেম্বর দেশজুড়ে ডাকা ধর্মঘটের সমর্থনে, আজ কলকাতায় মিছিল করল বামফ্রন্ট এবং কংগ্রেস।এদিন সন্ধ্যায় ধর্মতলা চত্বরে শুরু হয় মিছিল। প্ল্যাকার্ড, ফেস্টুনের সঙ্গেই হাতে হাতে জ্বলে ওঠে মশাল। কয়েকশো বাম এবং কংগ্রেস সমর্থক মিছিলে হাঁটেন।
২৬ নভেম্বরের ডাকা ধর্মঘট নিয়ে অবশ্য সন্তর্পনে এগোচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর বক্তব্য, যে ইস্যু নিয়ে ধর্মঘট ডাকা হচ্ছে, সেই ইস্যুগুলো নিয়ে আগেই মাঠে নেমেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ওই সমস্ত জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল জেলায় জেলায় আন্দোলন করেছে।
কিন্তু যেহেতু তৃণমূল বনধ বা ধর্মঘটের ক্ষেত্রে নীতিগত বিরোধী তাই ধর্মঘটকে সমর্থন করছে না শাসকদল। যদিও নীতিগুলি নিয়ে যেহেতু তৃণমূলের আপত্তি রয়েছে, তাই এ ব্যাপারে সরাসরি কোন বিরোধিতাও করছে না তৃণমূল।