কলকাতা ব্যুরো:(ছবি-সামাজিক মাধ্যম) জোর কদমে চলছে কলকাতা-দিল্লি হাই স্পিড রেল করিডরের কাজ। এই কাজ সম্পূর্ণ হলে কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে সময় লাগবে ১২ ঘন্টা। এখন এই রুটের দ্রুততম ট্রেন রাজধানী এক্সপ্রেস ওই পথ যেতে সময় নেয় ১৭ ঘন্টা। রাজধানীর গতি ঘন্টায় ১৩০ কিলোমিটার কিন্তু হাই স্পিড করিডর তৈরির পর ওই পথে ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে ট্রেন যেতে পারবে। এর জন্য রেলের ট্র্যাক ওভারহেড লাইনের কাঠামো ঢেলে সাজানো হচ্ছে। হাওড়ায় একটি প্লাটফর্মকে ২৪ বগির ট্রেন দাঁড়ানোর উপযোগী করে তোলা হচ্ছে।
জানা গিয়েছে, কলকাতা-দিল্লি ওই রেলপথের ১০৭ কিলোমিটারের দায়িত্ব হাওড়া ডিভিশনের। ওই ডিভিশনের পক্ষ থেকে এখন চলছে ওভারহেড লাইন সংস্কারের কাজ। যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় ট্রেনে। জানা গিয়েছে, আপাতত কলকাতা-দিল্লি এবং দিল্লি-মুম্বাইয়ে চালু হচ্ছে এই হাই স্পিড রেল করিডর। কলকাতা-দিল্লির জন্য বরাদ্দ করা রয়েছে ৬ হাজার ১০০ কোটি টাকা।