কলকাতা ব্যুরো: সাত দিন ধরে ঘরের মধ্যে মরে পড়ে রইলেন মা ও ছেলে। বৃহস্পতিবার বাড়ির আশপাশ থেকে পচা গন্ধ বেরো নোয় খবর দেওয়া হয় পুলিশকে। পাটুলি থানার গড়িয়া কানুনগো পার্ক এলাকায় রাতে পুলিশ গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। বাইরে থেকে দেখা যায়, গ্রিলের ভিতরে পড়ে রয়েছে এক বৃদ্ধা। পরে পুলিশ দরজা ভেঙে ঢুকে পাশের ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মঞ্জুশ্রী মিত্রা (৮৮) মা এবং শুভময় মিত্র (৫০) ছেলে।
দুজনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিন সাতেক আগে শেষ বার বাইরে দেখা গিয়েছিল শুভময় মিত্রকে। তার বাবা স্নেহময় মিত্র অনেকদিন আগেই মারা গিয়েছেন। তার মা খুব বেশি বাইরে বেরোতেন না।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লেক মার্কেট এ শুভময় মিত্রর বাবার একটি ভাড়ায় বইয়ের দোকান ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর কোন ভাবে সে দোকানটি হাতছাড়া হয়। অনটন মেটাতে শুভময় কয়েকমাস কলকাতা পুরসভার ঠিকা কর্মী হিসেবে কাজ করছিলেন। কিছুটা চুপচাপ নিজের মতো থাকতেন শুভময়। মাস তিনেক আগে পর্যন্ত তিনি ঠিকা কর্মী হিসেবে কাজ করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

ওই রাতেই পুলিশ দেহ দুটি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্ত করা হবে। যদিও এদিন সকাল পর্যন্ত কোন অভিযোগ পায়নি পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version