কলকাতা ব্যুরো: প্রার্থী ঘোষণার পরদিনই কলকাতা পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরিবর্তন করে ফেললো তৃণমূল। একটি বিবৃতি দিয়ে শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ৬০ নম্বর ওয়ার্ডে নতুন প্রার্থী হচ্ছেন কাইজার জামিল। এই ওয়ার্ডে আগে প্রার্থী করা হয়েছিল আজিজার রহমানকে। বাদ পড়েছিলেন কাইজার।
তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কাইজারকেই প্রার্থী করা হল। এ ক্ষেত্রে বিদায়ী প্রার্থী টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ছিলেন বলেও অনুমান করা হচ্ছে। এছাড়া প্রার্থী বদলের পাশাপাশি দু’টি ওয়ার্ডের প্রার্থী নাম ঘোষণাও করেছে তৃণমূল কংগ্রেস। ৩৬ এবং ১১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘোষণা বাকি রয়ে গিয়েছিল শুক্রবার। এদিন এই দুই কেন্দ্রে যথাক্রমে যথাক্রমে সচিন সিং এবং কাকলী বাগকে টিকিট দেওয়া হলো ।

এছাড়াও আসন্ন পুরভোটের জন্য শনিবার ৬৬ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস। বাকি ১৭ টি আসনের প্রার্থীর নাম রবিবারই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কোঅর্ডিনেটর পার্থ মিত্র জোড়াফুলের থেকে টিকিট না পেয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন। এবার কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে ৮ নম্বর ওয়ার্ডে। এছাড়া ১৩৮ নম্বর ওয়ার্ডেও তৃণমূল কোঅর্ডিনেটর মমতাজ বেগমকে প্রার্থী করেছে কংগ্রেস।
উল্লেখ্য, শনিবারই কংগ্রেসের ৮৩ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ওই ১৭ টি আসনের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, ওই ১৭ আসনের প্রার্থীর নাম নিয়ে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হস্তক্ষেপ করছেন। সেই নিয়ে শনিবারের বৈঠকে অল্পবিস্তর কথা কাটাকাটিও হয়েছে বলে ওই সূত্র মারফত জানা গিয়েছে।