কলকাতা ব্যুরো: বড়দিনের সন্ধ্যায় আনন্দ চুইয়ে পড়ল পার্ক স্ট্রিটে। আলোর মালায় সেজে উঠেছে কলকাতা শহর। মানুষের ভিড় রয়েছে যথারীতি। পাব আর রেস্তোরাগুলির সামনে ভিড় চোখে পড়ার মত। কিন্তু কোথাও যেন সেই উন্মাদনা হারিয়ে গিয়েছে। ২০২০ সালটা যেন সারা বিশ্বের কাছে একটা কালো তালিকাভুক্ত বছর।
বিশ্বের বহু দেশেই আজ বড়দিনের উৎসব করোনার থাবায় ম্লান। কলকাতাতেও মানুষের সেই পাগলপারা ভিড় রাস্তায় কম। কিন্তু যারা এরইমধ্যে আসছেন, তারা চুটিয়ে নিজেদের মতো করে আনন্দে সামিল হচ্ছেন।
এদিন বিকেল থেকেই পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আল্যেন পার্ক থেকে এশিয়াটিক সোসাইটি পর্যন্ত রাস্তা দিয়ে ভাসতে-ভাসতে হেঁটে চলেছে মানুষ।
তার বেশিরভাগই নব্য যুবক-যুবতী। অন্যান্য বছর বড়দিনের রাস্তায় শীতের কামড় হজম করতে বেগ পেতে হয়।
কলকাতায় কিন্তু এবার কিন্তু সেই তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। ফলে শীত এবার হারহিম নয়, উপভোগ করা যাচ্ছে আনন্দের সঙ্গেই।