এক নজরে

আত্মঘাতী দম্পতি চারু মার্কেটে

By admin

September 17, 2020

কলকাতা ব্যুরো: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি। বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে দুজনের মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে চারু মার্কেট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অরিজিৎ দত্ত ও তার স্ত্রীর নাম সুবর্না। বছর চারেক আগে তাঁদের বিয়ে হয়েছিল। অরিজিত একটি ভাড়ার ক্যাব চালাতেন।

কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে সকলেই অন্ধকারে। তরুনীর পরিবার খবর পেয়ে এদিন চারু মার্কেটের ওই ভাড়া বাড়িতে আসেন। তারা জানান, বুধবার বুধবার বাপের বাড়িতে গিয়েছিলেন সেখানে খাওয়া-দাওয়া করে বিকেলে ফেরেন। কিন্তু এর মধ্যে কি হল তা নিয়ে সকলেই অন্ধকারে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।