এক নজরে

Kolkata Book Fair: পিছিয়ে গেলো কলকাতা বইমেলা, নতুন দিনক্ষণ জানাল গিল্ড

By admin

January 17, 2022

কলকাতা ব্যুরো: অবশেষে ঘোষণা কলকাতা বইমেলার। ৩১ জানুয়ারির বদলে একমাস পিছিয়ে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। সোমবার মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবছর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা। বিধাননগর সেন্ট্রাল পার্কেই আয়োজিত হবে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার বলেই জানা গিয়েছে। তবে শুরুর দিনক্ষণ ঘোষণা হলেও বইমেলা শেষ কবে হবে তা এখনও জানানো হয়নি। মনে করা হচ্ছে করোনা আবহে মেলা শুরুর অনুমতি মিললেও রাজ্যে সংক্রমণ বাড়লেই আবারও নেমে আসতে পারে কড়া বিধিনিষেধের খাঁড়া। সেই কারণেই ধীরে চলো নীতি অবলম্বন করছে গিল্ড কতৃপক্ষ।

বিধাননগর পুরসভার ভোট পিছিয়ে গিয়েছে সম্প্রতি। ১২ ফেব্রুয়ারি হবে পুরভোট। বিধাননগর এলাকায় নির্বাচনী বিধি জারি থাকায় নির্ধারিত দিন অর্থাৎ ৩১ জানুয়ারির বদলে প্রায় এক মাস পিছিয়ে, ভোট সম্পন্ন হওয়ার পর শুরু হবে বইমেলা।

মেলার পরিচালক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু দে জানিয়েছিলেন, এ বারে প্রায় ৬০০ স্টল থাকবে। লিটল ম্যাগাজিনের জন্যেও ২০০ স্টল হবে। থাকবে খাবারের দোকান ও স্পনসরদের নিজস্ব প্যাভেলিয়ন। এ বার থিম বাংলাদেশ। পড়শি দেশকেও বলা হয়েছে প্রস্তুতি জারি রাখতে।

সাধারণত জানুয়ারি মাসের শেষের দিকে বইমেলা শুরু হয়। তা চলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এবারও ৩১ জানুয়ারি সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে শুরু হওয়ার কথা ছিল ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম থেকেই করোনা বিধিনিষেধের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিল আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।

মেলামাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে কমিয়ে দেওয়া হয়েছে প্রতিটি স্টলের মাপ। ১০০ বর্গফুটের স্টল ছোট করে ৬৭ বর্গফুট করা হয়েছে। ১৬০০ বর্গফুটের স্টলের মাপ কমিয়ে ১০৫০ বর্গফুট হয়েছে। এর ফলে মেলার মাঠে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে প্রায় ৩০-৩৫ শতাংশ। তৈরি হয়ে গিয়েছে বইমেলার ম্যাপ। আপাতত সেই মেলা পিছিয়ে গেল। যার জেরে আশাহত হলেন বহু পাঠক, লেখক এবং পাবলিশার্সরা।